এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তাদের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ। আফগান স্পিনার মুজিব উর রহমানের শিকার হয়ে একে একে ফিরে গেছেন নাঈম শেখ, এনামুল হক বিজয় এবং অধিনায়ক সাকিব আল হাসান।
টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৪ ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ের মুহূর্তে উইকেট বিলিয়ে দিলেন অধিনায়ক সাকিবও। শারজাহ ক্রিকেটে স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার (৩০ আগস্ট) আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৮ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে গেছেন মুশফিকুর রহিম।
বাংলাদেশ ‘র ব্যাটিংয়ে মড়কের শুরুটা হয়েছিল ওপেনার নাঈম শেখের বিদায়ের মধ্য দিয়ে। ‘বল দেখো আর মারো’-নাঈমের কাছে দলের এমন প্রত্যাশার কথাই জানিয়েছিলেন শ্রীধরন শ্রীরাম। তবে প্রথম ম্যাচেই আশাহত করলেন তিনি। ইনিংসের প্রথম ওভারে ফজলহক ফারুকিকে বাউন্ডারি হাঁকানো এ ওপেনার দ্বিতীয় ওভারে আক্রমণে আসা মুজিবের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। ভেতরের দিকে ঢোকা ক্যারম বলটিতে ব্যাট চালিয়ে নাগাল পাননি তিনি। ব্যাট ও প্যাডের মাঝে বিশাল ফাঁক রেখে খেলতে গিয়ে মিস করে হয়েছেন বোল্ড।
ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ দুই সিরিজে দলে ছিলেন না ওপেনার নাঈম শেখ। ফর্মে ফিরতে চলতি মাসের মাঝামাঝিতে তাকে ‘এ’ দলের সঙ্গে পাঠানো হয় ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সেখানে তিন ওয়ানডে ম্যাচ খেলে একটি সেঞ্চুরি হাঁকান নাঈম। বাকি দুই ম্যাচে বাজে পারফরম্যান্স করলেও তাকে ফেরানো হয় এশিয়া কাপের স্কোয়াডে। মূলত নিয়মিত ওপেনার তামিম ইকবালের অবসর আর লিটন দাসের ইনজুরির কারণে তাকে দলে ফেরাতে অনেকটা বাধ্য হয় বোর্ড। তবে বোর্ডের আস্থার প্রতিদান দিতে পারেননি নাঈম।
নাঈমের পর সাজঘরে ফেরেন এনামুল হক। মুজিবের বলটা মিস করেছিলেন, আবেদনের পরও প্রথম দফায় আম্পায়ার অবশ্য আউট দেননি। শেষ মুহূর্তে রিভিউ নিয়ে সাফল্য পায় আফগানিস্তান। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা বিজয় ফেরেন ১৪ বলে মাত্র ৫ রান করে।
দ্রুত দুই ওপেনারের বিদায়ের পর ঝড় তোলার আভাস দিচ্ছিলেন অধিনায়ক সাকিব। নাভিন উল হকের ওভারে পরপর দুই বলে দুই চার মেরেছিলেন। তবে পরের ওভারে বল হাতে মুজিব ফিরতেই আবারও উইকেট। জায়গা বানিয়ে খেলতে গিয়ে নিজের বিপদই ডেকে আনলেন বাংলাদেশ কাপ্তান। সরাসরি বোল্ড হয়ে ৯ বলে ১১ রান করে ফিরেছেন সাকিব। বাংলাদেশের শুরুর তিন উইকেটের সবকটিই মুজিব উর রহমানের দখলে।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ নাঈম শেখ, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ
হযরতউল্লাহ জাজাঈ, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাঈ, নাভিন উল হক, মুজিব উর রহমান ও ফজলহক ফারুকি।