উর্ফি মানেই নতুন কিছু, উর্ফি মানেই ভিন্নতার স্বাদ। তাই আজও তার বিকল্প নেই বললেই চলে। কমলা বিকিনির উপর পরছেন পাতলা ফিনফিনে শাড়ি, দু’হাতে কাচের চুরি। খোলা চুল উড়ছে, আর বৃষ্টিতে ভিজতে ভিজতে উর্ফি ফুল দিয়ে সাজানো দোলনায় দাঁড়িয়ে দুলতে দুলতে নাচছেন। তখন ক্যামেরা চলছে, ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘হায় হায় ইয়ে মজবুরী’।
এপর্যন্ত ঠিকই ছিল, কিন্তু হায় হায়, এ কী হল! দোলনার দড়ি থেকে হাত ছেড়ে যাওয়ায় পিছন থেকে উল্টে পরলেন উর্ফি। সহ শিল্পীরা অবশ্য সঙ্গে সঙ্গে উর্ফিকে তুলতে চলে আসেন।
দোলনা থেকে উর্ফির উল্টে পড়ার ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। যেটি কিনা নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে উর্ফি লিখেছিলেন, ‘ইয়ে তো সচমে হায় হায় হো গয়া’। নেটপাড়ার বাসিন্দারাও এমন ভিডিও দেখে আতঙ্কিত।
তাঁরা নানান মন্তব্য জুড়েছেন। কেউ লিখেছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ যে কিছু হয়নি।’ কেউ বলেছেন, ‘আপনি তো ভয় পাইয়ে দিয়েছেন।’ কারোর কথায়, ‘সত্যি সত্যিই হায় হায় হয়ে যেত।’ সহশিল্পীরা উর্ফিকে তুলতে যাওয়ায় কেউ কটূক্তি করে লিখেছেন, ‘ওরাঁ তো বেশ মজাই পেয়েছেন।’
সম্প্রতি উর্ফি জানিয়েছিলেন, তিনি যখন বাড়ি ছেড়েছিলেন তখন তাঁর সঙ্গে ছিল আরও দুই বোন, বাড়িতে বাবা-মা এবং আরও দুই ভাইবোনকে রেখে বাড়ি ছাড়েন অভিনেত্রী।
উত্তরপ্রদেশের বাড়ি থেকে দিল্লিতে এসে প্রায় ১ সপ্তাহ একটা পার্কেই কেটেছিল তাঁর। এরপর তাঁর তিন বোন মিলে চাকরি খুঁজতে থাকেন। সৌভাগ্যক্রমে একটি কল সেন্টারে চাকরিও মেলে উর্ফির। তাঁর কথায়, ‘পরবর্তীকালে আমার বাবা যখন আরও একটি বিয়ে করে আমাদের ছেড়ে চলে গেল, তখন আমি, মা এবং ভাইবোনেরা খুশি হয়েছিলাম। সেই থেকে নতুন জীবন শুরু করি।’